সবায় স্কুলের পাঁচতলা থেকে পড়ে মৃত্যু ছাত্রের। সোমবার বিকেলের এই ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে কসবা এলাকায়। অভিযোগ, প্রজেক্ট জমা দিতে না পারায় ওই ছাত্রের উপর মানসিকভাবে চাপ দেওয়া হচ্ছিল। দশম শ্রেণির ওই ছাত্র আত্মঘাতী হয়েছে কি না তা এখনও স্পষ্ট নয়। যদিও মৃত ছাত্রের পরিবারের অভিযোগ, স্কুলের তরফে মানসিক চাপ সৃষ্টি করার হয়েছে। তার জেরেই ছাদ থেকে ছাত্রটি ঝাঁপ দেয়। পুলিশের প্রাথমিক অনুমান, ওই ছাত্র আত্মহত্যা করেছে। কারণ সিসিটিভিতে দেখা গিয়েছে ছেলেটি একা একা ছাদে যাাচ্ছে। পুলিশ সূত্রের খবর, মৃত ছাত্রের নাম শেখ শান। কসবার এক বেসরকারি স্কুলের দশম শ্রেণির পড়ুয়া। সোমবার তার প্রজেক্ট জমা দেওয়ার কথা ছিল। প্রজেক্টের খাতা সে নিয়ে যায়নি। যার জেরে ক্লাসের দুই শিক্ষিকা তাকে বকাঝকা করে শাস্তি দেয়। এরপর সে ক্লাস থেকে বেরিয়ে গিয়েছিল। পাঁচ তলার ছাদ থেকে ঝাঁপ দেয়। সোমবার দুপুরে ওই ছাত্রকে গুরুতর আহত অবস্থায় একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকেরা।