ভিন রাজ্যের জয়ে উজ্জীবিত বঙ্গ বিজেপি। বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার বললেন ‘এই জয় ঐতিহাসিক। নরেন্দ্র মোদির উন্নয়নের জয়। সাধারণ মানুষের আস্থা যে নরেন্দ্র মোদির উপরেই রয়েছে তা এই রায়েই ফের স্পষ্ট হল।’ রাজস্থান, মধ্যপ্রদেশ এবং ছত্তিশগড়ে বিজেপির জয়ের রাস্তা মসৃণ হওয়ার ইঙ্গিত পেতেই উৎসবের আমেজ বঙ্গ বিজেপিতেও। সুকান্ত মজুমদারের কথায়, ‘ভিন রাজ্যের এই বিপুল জয় চব্বিশের ভোটে বাংলায় ৩৫টি আসন পেতে সাহায্য করবে।’ ভিন রাজ্যে ভোটের ফলাফল বেরোতেই বঙ্গ পদ্ম শিবিরেও উচ্ছ্বাসের ছবি দেখা যায়। বিজেপির দুই রাজ্য দফতর মুরলিধর সেন লেন এবং সল্টলেক অফিসে দলীয় কর্মী সমর্থকরা গেরুয়া আবীর নিয়ে উচ্ছ্বাসে মেতে ওঠেন। সঙ্গে চলে লাড্ডু বিতরণ ও আতশবাজির প্রদর্শন।