সুশান্তের মৃত্যু নিয়ে ধোঁয়াশা কাটছে না। হাজারো জল্পনা যেন এসেই চলেছে। মাত্র ৩৪ বছরে কেন এই সিদ্ধান্ত নিলেন সুশান্ত। তারই উত্তর খুঁজছে পুলিশ। হাই প্রোফাইল মৃত্যুর পিছনে অন্য কিছু জড়িয়ে রয়েছে কিনা তা বার করার চেষ্টায় মুম্বই পুলিশ। মানসিক চাপ থেকেই আত্মহত্যা করেছেন সুশান্ত। সুশান্তের ফ্যানেরাও এটাই দাবি করেছেন। সুশান্তের মানসিক অবসাদের পিছনে সত্যিই কি বলিউডের কোনও হাত রয়েছে। বলিউডে গোষ্ঠীদন্দ্ব, পেশাগক প্রতিদ্বন্দ্বিতা নিয়ে আঙুল তুলেছেন বলি সেলিব্রিটি থেকে নেটিজেনরা। বি-টাউনের প্রথম সারির অভিনেতা সলমন খান, করণ জোহর রয়েছেন সেই নিশানায়। বলি ইন্ডাস্ট্রিতে স্বজনপোষন চলেই আসছে। আর তারই হয়তো শিকার সুশান্ত। অভিনেতার মৃত্যুতে নিজেদের ঠিক রাখতে পারছেন না ভক্তরা। পাটনায় রাগে ক্ষোভে সলমন, করণের কুশপুতুল পোড়াচ্ছেন সুশান্তের ফ্যানেরা। তাদের একটাই দাবি সুশান্তের মৃত্য কেন হল, তা যেন উচ্চ পর্যায়ের তদন্ত করা হয়। যদিও সুশান্তের মৃত্যুর পর গভীর শোক প্রকাশ করেছেন করণ জোহর।তিনি জানিয়েছেন, গত এক বছরে সুশান্তের সঙ্গে দেখা করতে পারেননি করণ তাই নিজেকে অপরাধী বলে মনে করছেন। কিন্তু করণের এই শোকপ্রকাশ নাটক ছাড়া আর কিছু না বলেই দাবি করেছেন ভক্তেরা।