করোনার থাবা এবার কলকাতা পৌরনিগমের জন্ম-মৃত্যু শংসাপত্র বিভাগের একাধিক কর্মী। অধিকাংশ কর্মী আক্রান্ত হওয়ার ফলে তড়িঘড়ি সাময়িক সময়ের জন্য বন্ধ হল শংসাপত্রের বিভাগ। জানা যাচ্ছে, শনিবার থেকে সোমবার পর্যন্ত জন্ম ও মৃত্যু শংসাপত্র বিভাগ সম্পূর্ণভাবে বন্ধ থাকবে । হোয়াটসঅ্যাপে বুকিং করা চালু থাকলেও বন্ধ থাকা এই তিনদিন হাতে পাওয়া যাবে না শংসাপত্র । যদিও এই তিনদিনের মধ্যে রবিবার এমনই ছুটির দিন বন্ধ থাকে এই বিভাগ । শনিবার সকালে পৌরভবনের এই বিভাগের বাইরে টাঙানো হবে নির্দেশিকা ।