কলকাতা

আগামীকাল থেকে কলকাতায় বসতে চলেছে জি-২০ অধিবেশন

জি ২০ বৈঠকের প্রথম অধিবেশন বসতে চলেছে কলকাতায়। কাল, সোমবার তিনদিনের এই অধিবেশন শুরু হবে বিশ্ব বাংলা কনভেনশন সেন্টার সহ অন্যান্য জায়গায়। উপস্থিত থাকবেন জি ২০ অন্তর্ভুক্ত দেশগুলির প্রতিনিধিরা। এছাড়াও থাকবেন অতিথি রাষ্ট্র ও আন্তর্জাতিক প্রতিষ্ঠানগুলির প্রতিনিধি।এবারের বৈঠকের মূল বিষয়বস্তু হল সব মানুষকে অর্থনৈতিক কর্মকাণ্ড ও আর্থিক পরিষেবার ছাতার তলায় আনতে বিশ্বের সব দেশের সমন্বয়। তাই আলোচনা হবে আর্থিক ঝুঁকির মোকাবিলা, স্থিতিশীল আর্থিক উন্নয়ন, আন্তর্জাতিক কর ব্যবস্থা, অর্থ তহবিল, বিনিয়োগ প্রভৃতি বিষয়ে। করোনা প্রতিরোধে কী কী আর্থিক পদক্ষেপ করা হবে ও বিনিয়োগ হবে, তাও আলোচিত হবে এখানে। কলকাতায় ডিজিটাল লেনদেন পরিকাঠামো তৈরির উপর জোর দেওয়া হবে। থাকবে প্রদর্শনীও। ডিজিটাল লেনদেন, বিনিয়োগ, প্রতারণা, বিমা প্রভৃতি বিষয়ে কলকাতার বিভিন্ন স্কুলের ১ হাজার ৮০০ ছাত্রছাত্রীকে জানানো হবে বলে জানা গিয়েছে।