কলকাতা

বিদ্যাসাগর সেতু থেকে পরল দুই আইএসআই জঙ্গি

কলকাতার বুকে ধরা পরল দুই আইএসআইয়ের সক্রিয় জঙ্গি। বিদ্যাসাগর সেতুতে সন্দেহজনকভাবে ঘোরাঘুরি করার সময় বিদ্যাসাগর সেতু থেকে আচার্য জগদীশচন্দ্র বসু রোড ও খিদিরপুরের রাস্তা যে জায়গায় ভাগ হয়েছে সেই স্পট থেকে কলকাতা পুলিশের এস টি এফ– এর অফিসাররা ২ জঙ্গিকে গ্রেফতার করে। সূত্রের খবর অনুযায়ী ,ওই দুই জঙ্গি একটি মোটরসাইকেল নিয়ে বিদ্যাসাগর সেতুর ওপর থেকে দাঁড়িয়ে দূরে ফোর্ট উইলিয়ামের সেনা ছাউনির ওপর নজরদারি চালাচ্ছিল। ধৃতদের নাম মোঃ সাদ্দাম ওরফে সাদ্দাম মল্লিক, বয়স ২৮ এবং সৈয়দ আহমেদ, বয়স ৩০ । ধৃতদের বাড়ি হাওড়ার আফতাব উদ্দিন মুন্সি লেন ও গোলাম হোসেন সদর লেন এলাকায়। তাদের জিজ্ঞাসাবাদ করে পুলিশ জানতে পেরেছে ধৃতরা শহরে জঙ্গি কার্যকলাপ করার উদ্দেশ্যে ঘোরাঘুরি করছিল। কলকাতা(Kolkata) মহানগরী ছিল তাদের মূল টার্গেট । নতুন বছরে তাদের জঙ্গি হামলার মূল টার্গেট ছিল সাধারণ মানুষের পাশাপাশি বিভিন্ন নেতা। এর জন্য তাদের ওপর দায়িত্ব ছিল তরতাজা যুবকদের একত্রিত করে তাদের হাতে গোলাবারুদ অস্ত্র তুলে দেওয়া। একটি সুইসাইড টিম(Suicide Team) গঠন করা হয়েছিল। এর জন্য তারা বেশ কিছু বিস্ফোরক এবং জঙ্গি কার্যকলাপ চালানোর জন্য অর্থ সংগ্রহ করছিল। ধৃতদের হাওড়া ও শিবপুর থানা এলাকার বিভিন্ন গোপন ডেরায় হানা দিয়ে এসটিএফ – এর অফিসাররা একাধিক ল্যাপটপ, মোবাইল ফোন, হার্ড ডিস্ক ,পেনড্রাইভ, নোটবুক, কম্পিউটার সি পি ইউ, ডেবিট কার্ড এবং মোটরসাইকেল উদ্ধার করে। ধৃতদের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ১২১, ১২১ এ, ১২২, ১২৩, ১২০ বি ধারায় মামলা রুজু করা হয়েছে। ধৃতদের শনিবার আদালতে পেশ করে তদন্তের স্বার্থে ১২ দিনের হেফাজতে নিয়েছে এসটি এফ। ধৃতরা কলকাতা মহানগরীতে কোথায় কোথায় তাদের মডিউল তৈরি করেছে, বা কোথায় কোথায় তাদের জাল বিস্তৃত রয়েছে তা জানতে জোর কদমে তল্লাশি অভিযোগ শুরু হয়েছে স্পেশাল টাক্স ফোর্স।