জেলা

আগামী ৩০ জুন পর্যন্ত বকখালিতে বন্ধ থাকবে হোটেল

বকখালি পর্যটন কেন্দ্র এখনই খুলছে না। আগামী ৩০ জুন পর্যন্ত বন্ধ রাখা হচ্ছে। তারপরে খোলা হবে কি না, পরবর্তী সময়ে হোটেল মালিকরা বৈঠক করে সিদ্ধান্ত নেবেন।  গত মার্চ মাসে লকডাউনের সময় থেকেই বকখালি, ফ্রেজারগঞ্জে সব মিলিয়ে ৬৫টি হোটেলের দরজা বন্ধ হয়ে যায়। ইতিমধ্যেই রাজ্য সরকার গত ১৫ জুন থেকে হোটেল খোলার অনুমতি দিয়েছে। তারপরেই পর্যায়ক্রমে কলকাতা থেকে বকখালি পর্যন্ত সরকারি, বেসরকারি বাস চলাচলও শুরু হয়েছে। গত শনি ও রবিবার বেশ কিছু পর্যটক গাড়ি নিয়ে বকখালি গিয়েছেন। এই পরিস্থিতিতে বকখালি, ফ্রেজারগঞ্জের হোটেল মালিকরা বৈঠকে বসেন। সেখানে একপক্ষ হোটেল খোলার ব্যাপারে মত দেয়। কিন্তু বাকিরা তাতে সায় দিতে চায়নি। শেষ পর্যন্ত সিদ্ধান্ত হয়, স্থানীয় দের সঙ্গে এই বিষয় নিয়ে আলাপ-আলোচনা করা হবে।