দিন দুই আগেই রাজ্যের একটি বিধানসভা আসনে উপনির্বাচন ঘোষণা করেছে নির্বাচন কমিশন। নদিয়ার কালীগঞ্জ বিধানসভায় আগামী ১৯ জুন হবে উপনির্বাচন। মঙ্গলবার সেই লড়াইয়ের প্রার্থী ঘোষণা করল তৃণমূল। দলের পক্ষ থেকে এদিন জানান হয় কালিগঞ্জের প্রার্থী হলেন আলিফা আহমেদ। প্রাক্তন বিধায়ক নাসিরুদ্দিন আহমেদের কন্যাকেই প্রার্থী ঘোষণা তৃণমূলের। সূত্রের খবর, কালিগঞ্জের প্রার্থী সম্ভাব্য তালিকায় ছিল দু’টি নাম। আলিফা আহমেদ এবং তারান্নুম সুলতানা মীর। তৃণমূলের জেলা পরিষদের সভাধিপতি তারান্নুম। তবে শেষমেশ প্রার্থী হলেন প্রয়াত প্রাক্তন বিধায়কের কন্যা আলিফা। তৃণমূল সূত্রে খবর, কালিগঞ্জ বিধানসভা উপনির্বাচনে মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূলের প্রার্থী ঠিক করেছেন। আলিফা আহমেদকে প্রার্থী হিসেবে বেছে নিয়েছেন স্বয়ং মুখ্যমন্ত্রী। প্রার্থীর নাম ঘোষণার পরেই তাঁকে শুভেচ্ছা জানান তৃণমূল সাংসদ তথা নদীয়া জেলা তৃণমূলের সভানেত্রী মহুয়া মৈত্র। মহুয়া বলেন, ‘‘অত্যান্ত আনন্দের সঙ্গে জানাচ্ছি কালিগঞ্জ বিধানসভার উপনির্বাচনের সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের প্রার্থী আলিফা আহমেদ। এই বিধানসভা তৃণমূল কংগ্রেসের ছিল এবং আগামী দিনেও থাকবে।’’
