অপারেশন সিঁদুর পরবর্তী অবস্থায় এই মুহূর্তে কাশ্মীর কী অবস্থায় রয়েছে, তা পর্যালোচনায় সেখানে যাচ্ছে তৃণমূল কংগ্রেসের প্রতিনিধিদল । মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যুদ্ধবিরতি পরবর্তীতে কাশ্মীর নিয়ে সরেজমিনে তদন্ত রিপোর্ট চান । আর সে কারণেই দলের সাংসদদের কাশ্মীরে পাঠাচ্ছেন তিনি । প্রসঙ্গত, পহেলগাঁও হামলার কড়া জবাব দিতে ভারতীয় সেনার ‘অপারেশন সিঁদুর’ অভিযানের পর পাকিস্তানের পালটা হামলায় ক্ষতিগ্রস্ত জম্মু ও কাশ্মীরের একাংশ । সীমান্ত লাগোয়া পুঞ্চ, রাজৌরি, শ্রীনগর-সহ পঞ্জাব ও রাজস্থানের কিছু এলাকা পাকিস্তানি গোলাবর্ষণের মুখে পড়েছে । এই পরিস্থিতিতে সীমান্তের সেই মানুষগুলির পাশে দাঁড়াতে তৃণমূল কংগ্রেসের পাঁচ সদস্যের এক প্রতিনিধি দলকে জম্মু ও কাশ্মীরে পাঠাচ্ছেন তৃণমূল সুপ্রিমো । আগামীকাল থেকে টানা ৩দিন অর্থাৎ ২১ থেকে ২৩ মে পর্যন্ত এই দল শ্রীনগর, পুঞ্চ এবং রাজৌরির ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করবে । তারপর এই প্রতিনিধি দল ফেরত এসে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে রিপোর্ট দেবে । এদিন বাংলার শাসক দলের তরফ থেকে সোশাল মিডিয়ায় এই প্রতিনিধি দলের কাশ্মীর যাওয়ার খবর দেওয়া হয়েছে । তৃণমূল সূত্রে খবর, প্রতিনিধি দলে থাকছেন রাজ্যসভার সাংসদ ডেরেক ও’ব্রায়েন, সাগরিকা ঘোষ, নাদিমূল হক, মমতাবালা ঠাকুর এবং রাজ্যের মন্ত্রী মানসরঞ্জন ভুঁইয়া । তাঁরা ক্ষতিগ্রস্ত পরিবারগুলির সঙ্গে সরাসরি কথা বলবেন এবং তাদের প্রতি সমবেদনা জানাবেন । মঙ্গলবার শাসকদলের পক্ষ থেকে এক্স হ্যান্ডেলে এই সফরের কথা জানানো হয়েছে ।
