বিরাটিতে খুন হলেন এক তৃণমূল কর্মী। এই ঘটনায় পুলিশ স্থানীয় দুষ্কৃতী বাবুলালকে আটক করেছে। বাবুলাল কলকাতার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন। সেখানেই তাকে আটক করে রাখা হয়েছে । গতকাল রাতে গুলিবিদ্ধ হয়ে বিরাটির পৌরসভা হাসপাতালে মারা যান তৃণমূল কর্মী শুভ্রজিৎ দত্ত ওরফে পিকুন (38)। বুধবার রাত সাড়ে দশটা নাগাদ পার্টি অফিস থেকে বাড়ি ফেরার সময় তাঁকে লক্ষ্য করে গুলি চালানো হয় । তড়িঘড়ি স্থানীয় উত্তর দমদম পৌর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন । তাঁর দেহ ময়নাতদন্তের জন্য আরজিকর হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে । সূত্রের খবর, সিন্ডিকেটের ভাগ বাটোয়ারা নিয়ে গন্ডগোলের জেরেই এই খুন বলে মনে করা হচ্ছে ৷ শুভ্রজিৎ এলাকার তৃণমূল নেতা মহারাজ মুখোপাধ্যায়ের অনুগামী বলে পরিচিত । মহারাজের সঙ্গে বাবুলালের দীর্ঘদিন ধরে সিন্ডিকেট ঘিরে এলাকা দখলের লড়াই চলছিল । গতকাল দুপুরে মহারাজের অনুগামীরা বাবুলালকে বেধড়ক মারধর করে বলে অভিযোগ ৷ এর পর বাবুলালকে আহত অবস্থায় কলকাতার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয় । আর রাতেই গুলি চালানোর ঘটনা ঘটায় স্বাভাবিকভাবেই বাবুলালের দিকে অভিযোগের আঙুল উঠেছে ।