কলকাতা

পঞ্চায়েত ভোটের আগে জেলায় জেলায় ফের পর্যবেক্ষকের পদ ফিরছে তৃণমূলে

পঞ্চায়েত ভোটের আগে জেলায় জেলায় ফের পর্যবেক্ষকের পদও ফিরছে তৃণমূলে। ভোটের প্রচারে যুব সংগঠনকে পথে নামার নির্দেশ দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। সূত্রের খবর তেমনই। রাজ্যের বেশিরভার পঞ্চায়েতেরই মেয়াদ শেষের মুখে। নিয়ম অনুযায়ী ভোট হওয়ার কথা মে মাসেই। ভোটের বিজ্ঞপ্তি অবশ্য জারি হয়নি এখনও। তাহলে? প্রস্তুতি শুরু করে দিল তৃণমূল। এদিন কালিঘাটে নিজের বাড়িতে সাংগঠনিক বৈঠক করলেন তৃণমূলনেত্রী। সেই বৈঠকে হাজির ছিলেন সাংসদ, বিধায়ক ও দলের প্রথমসারির নেতারা। কী আলোচনা হল? সূত্রের খবর, বৈঠকে সাগরদিঘির দায়িত্বে থাকা নেতাদের ভর্ৎসনা করেন মমতা। দিদির সুরক্ষাকবচ কর্মসূচিও সম্পর্ক খোঁজখবর নেন তিনি। সূত্রের খবর, পঞ্চায়েত ভোটে প্রার্থী বাছাই করবেন স্বয়ং মমতা বন্দ্যোপাধ্যায়। আগামী ২ মাস তৃণমূলস্তর পর্যন্ত লাগাতার প্রচার চালালো হবে। দলের যুব সংগঠনকে পথে নামার নির্দেশ দিয়েছেন তিনি। মাসে ৩ দিন করে জেলায় সাংগঠনিক বৈঠক করা হবে ব লে জানা গেছে।