জেলা

তুফানগঞ্জে তৃণমূল প্রার্থীর শ্বশুরকে মারধর করে , হাত পা ও মুখ বেঁধে জঙ্গলে ফেলে রাখার অভিযোগ বিজেপির বিরুদ্ধে

ভোট মিটলেও অশান্তি কমছে না। এবার কোচবিহারের তুফানগঞ্জে এক তৃণমূল কংগ্রেস প্রার্থীর শ্বশুরকে মারধর করে, হাত পা ও মুখ বেঁধে জঙ্গলে ফেলে রাখার অভিযোগ উঠল বিজেপির বিরুদ্ধে। যদিও অভিযোগ অস্বীকার করেছে বিজেপি। জানা গিয়েছে, ঘটনাটি ঘটেছে কোচবিহার জেলার তুফানগঞ্জ ১ নম্বর ব্লকের বলরামপুর ২ গ্রাম পঞ্চায়েতের পালপাড়া এলাকায়। তৃণমূল কংগ্রেস অভিযোগ, ৮/২৪৪ নং বুথের ভোটার চণ্ডী পাল। শনিবার সকাল থেকে ভোট চলছিল সম্পূর্ণ শান্তিপূর্ণভাব। ভোট শেষে সন্ধ্যায় সবাই বাড়ি চলে গেলেও বুথ কেন্দ্রে ছিল তৃণমূল কংগ্রেস প্রার্থীর শ্বশুর চণ্ডী পাল ও তৃণমূলের অন্যান্য কর্মীরা। অভিযোগ, চণ্ডী পাল ও বাকি কর্মীরা যখন বাড়ি ফিরছিলেন সেই সময় তাদের উপর একদল বিজেপি কর্মী সমর্থক লাঠি  নিয়ে  অতর্কিত হামলা চালায়। তাঁকে তুলে নিয়ে গিয়ে মারধর করে হাত পা বেঁধে জঙ্গলে ফেলে রেখে দিয়ে চলে যায় দুষ্কৃতীরা। এদিকে রাত হয়ে গেলেও চণ্ডী বাড়ি না ফেরায় পরিবারের লোকজন তাঁকে খোঁজাখুঁজি শুরু করে। শনিবার গভীর রাতে স্থানীয় একটি মন্দিরের পেছনে জঙ্গলে হাত পা ও মুখ বাধা অবস্থায় তাঁকে উদ্ধার করেন দলের কর্মীরা। এরপর তড়িঘড়ি তাঁকে উদ্ধার করে তুফানগঞ্জ মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। বর্তমানে সেখানে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন তিনি।