জনপ্রিয় সামাজিক যোগাযোগ মাধ্যম টিকটকের সময়সীমা তৃতীয়বারের মতো বাড়িয়ে দেবেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। হোয়াইট হাউস জানিয়েছে, যুক্তরাষ্ট্রে যে আইনের আওতায় টিকটক বিক্রি বা বন্ধের নির্দেশ দেওয়া হয়েছিল তা নিয়ে এখন পর্যন্ত কোনও অগ্রগতি হয়নি। ফলে চীনের কোম্পানি বাইটড্যান্সকে টিকটকের যুক্তরাষ্ট্রভিত্তিক সম্পদ বিক্রির জন্য বেঁধে দেওয়া ১৯ জুনের সময়সীমা আরও ৯০ দিন বাড়িয়ে দিচ্ছেন প্রেসিডেন্ট। এর আগে, মার্কিন কংগ্রেসের নির্দেশিত নিষেধাজ্ঞার কার্যকারিতা থেকে টিকটককে দুইবার সাময়িকভাবে ছাড় দিয়েছিলেন ট্রাম্প, যা জানুয়ারিতে কার্যকর হওয়ার কথা ছিল বলে প্রতিবেদনে লিখেছে রয়টার্স। হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারোলিন লেভিট মঙ্গলবার বলেছেন, “প্রেসিডেন্ট এ সপ্তাহে আরও এক নির্বাহী আদেশে স্বাক্ষর করবেন, যাতে যুক্তরাষ্ট্রে টিকটক চালু রাখা যায়।” রয়টার্স লিখেছে, এর ফলে যুক্তরাষ্ট্রে টিকটকের সময়সীমা এ বছরের সেপ্টেম্বরের মাঝামাঝি পর্যন্ত বাড়বে। লেভিট আরও বলেন, “প্রেসিডেন্ট ট্রাম্প চান না টিকটক বন্ধ হয়ে যাক।” তিনি বলেছেন, টিকটকের বিক্রির প্রক্রিয়া সম্পন্ন করতে আগামী তিন মাস কাজ করবে ট্রাম্প প্রশাসন। যাতে আমেরিকানরা তাদের ডেটা নিরাপদ ও সুরক্ষিত রাখার নিশ্চয়তা নিয়ে টিকটক ব্যবহার চালিয়ে যেতে পারেন।মে মাসে ট্রাম্প বলেছিলেন, তৃতীয়বারের মতো টিকটকের অর্থাৎ ১৯ জুনের সময়সীমা বাড়াবেন তিনি। কারণ ২০২৪ সালের মার্কিন নির্বাচনে এই অ্যাপটি তাকে তরুণ ভোটারদের সমর্থন পেতে সাহায্য করেছিল। মঙ্গলবারের আগে এয়ার ফোর্স ওয়ানে সাংবাদিকদের ট্রাম্প বলেছিলেন, টিকটকের সময়সীমা আবারও বাড়ানোর আশা করছেন তিনি।
