দেশ

সুপ্রিমকোর্টকে কব্জা করতে কলেজিয়ামে সরকারি প্রতিনিধি রাখতে চেয়ে চিঠি কেন্দ্রীয় আইন মন্ত্রীর 

সুপ্রিমকোর্ট-এর কলেজিয়ামে সরকারি প্রতিনিধি রাখতে চেয়ে চিঠি দিলেন কেন্দ্রীয় আইন মন্ত্রী কিরেণ রিজিজু।   জানা গিয়েছে,  কেন্দ্রীয় আইন মন্ত্রী কিরেণ রিজিজু সর্বোচ্চ আদালতের প্রধান বিচারতি ধনঞ্জয় যশবন্ত চন্দ্রচূড়কে একটি চিঠি লিখেছেন। চিঠিতে তাঁর আর্জি সর্বোচ্চ আদালতের কলেজিয়ামে এবার জনপ্রতিনিধি রাখা হোক। এর কারণ ব্যাখ্য়া করতে গিয়ে আইনমন্ত্রী জানিয়েছে, বিচারপতি নিয়োগ প্রক্রিয়া আরও স্বচ্ছ হবে। জনগণের প্রতি দায়বদ্ধতা আরও বাড়বে। কেন্দ্রীয় আইনমন্ত্রীর ইচ্ছে, হাইকোর্টের সব কলেজিয়ামেও সরকারের প্রতিনিধি রাখা হোক।  কিরণ রিজিজুর চিঠির জবাব এখনও পাঠাননি প্রধান বিচারপতি। পাশাপাশি প্রস্তাবে তিনি সহমত পোষণ করেন কি না, সে ব্যাপারেও কিছু স্পষ্ট করেননি। সুপ্রিম কোর্টের কলেজিয়াম এবং হাইকোর্টের কলেজিয়ামে জনপ্রতিনিধি রাখার মূল উদ্দেশ্যে যে আদালতকে কব্জা করা, সে ব্যাপারে কারও মনে কোনও দ্বিমত নেই। কার্যত সরকার সুপ্রিম কোর্টের সঙ্গে সংঘাতে জড়িয়ে যেতে চাইছে। লক্ষ্য় করার মতো বিষয় হল উপরাষ্ট্রপতি তথা রাজ্যসভার চেয়ারম্যান জগদীপ ধনখড় সম্প্রতি বিচারপতি নিয়োগ নিয়ে আলটপকা মন্তব্য করে বসেন। ন্যাশনাল জুডিশিয়াল কমিশন ভেঙে দেওয়া নিয়ে তিনি অসন্তোষ প্রকাশ করেন। তাঁর এই মন্তব্য ভালো চোখে দেখেনি ভারতের সর্বোচ্চ আদালত। সুপ্রিম কোর্টে একটি মামলার শুনানি চলাকালীন বিচারপতি সঞ্জয় কিশান কঔল, বিচারপতি অভয় এস ওকা এবং বিচারপতি বিক্রম নাথ  অ্যাটর্নি জেনারেলকে সাফ জানিয়ে দেন, বিচারপতি নিয়োগ প্রক্রিয়া নিয়ে অযাচিত মন্তব্য করা হচ্ছে।