সঙ্গীত শিল্পী কে কে-র মৃত্যুর ঘটনায় অস্বাভাবিক মৃত্যুর মামলা দায়ের করা হল নিউ মার্কেট থানায় । এই বিষয়ে কলকাতা পুলিশের ডিসি (সেন্ট্রাল) রূপেশ কুমার বলেন, “নিউ মার্কেট থানায় শিল্পী কে কে-র মৃত্যুতে একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করা হয়েছে ।” পুলিশ সূত্রে জানা গিয়েছে, তাঁর মুখ এবং ঠোঁটের কাছে একটি ক্ষত ছিল । তিনি হোটেলেই পড়ে গিয়ে অজ্ঞান হয়ে গিয়েছিলেন । প্রাথমিক অনুমান, পড়ে গিয়ে আঘাত লেগে ওই ক্ষত তৈরি হয়েছে । গান গাইতে কলকাতা এসেছিলেন শিল্পী কৃষ্ণকুমার কুন্নাথ ওরফে কে কে । মঙ্গলবার মঞ্চে গান গাইতে গাইতেই অসুস্থ হন শিল্পী । বারবার নিজের শারীরিক অস্বস্তির কথা বলেছিলেন কে কে । এরপর নজরুল মঞ্চের স্টেজ থেকে নেমে সোজা হোটেলে চলে যান তিনি । সেখানে অজ্ঞান হয়ে গেলে তাঁকে একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয় ৷ সেখানে চিকিৎসকরা তাঁকে মৃত বলে জানান ।