ইজরায়েলকে সাবধান করলেন আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেন। ক্ষোভ বশত অন্ধ হয়ে হামাসের হামলার পাল্টা জবাব যেন না দেয় তারা। এই বিষয়ে ৯/১১ প্রসঙ্গ টানেন বাইডেন। তিনি বলেন, ‘ আমি ইজরায়েল সরকারকে বলেছি ৯/১১ হামলার পর আমেরিকাও নরক দর্শন করেছিল। আমরাও অত্যন্ত ক্ষুব্ধ হয়েছিলাম। যার জন্য বিচার চেয়েছিলাম এবং তা পেয়েছিও। তবে, তা করতে গিয়ে অনেক ভুল করেছিলাম। তাই আমি ইজরায়েল সরকারকে সতর্ক করেছি, ক্ষোভে তারা যেন অন্ধ না হয়ে যায়।’