উত্তরকাশিতে নির্মীয়মান টানেল ধসে এখনও আটকে ৪০ জন শ্রমিক
Posted onAuthorবঙ্গনিউজComments Off on উত্তরকাশিতে নির্মীয়মান টানেল ধসে এখনও আটকে ৪০ জন শ্রমিক
উত্তরকাশিতে নির্মীয়মান টানেল ধসে এখনও আটকে ৪০ জন শ্রমিক। এখনও চলছে উদ্ধারকাজ। ব্রহ্মকাল-যমুনোত্রী জাতীয় সড়কটি চারধাম রোড প্রোজেক্টের এক অংশ। রবিবার ভোরে সেই উত্তরকাশির নির্মীয়মান টানেলে ধস নামে। যার জেরেই তৈরি হয় বিপত্তি।