বিনোদন

বায়ু দূষণের জেরে থেমে গেল দোস্তানা ২-এর শুটিং

নয়াদিল্লিঃ শ্যুটিংয়ের জন্যে দিল্লি পৌঁছালেও, করা গেল না শুটিং। করণ জোহর প্রযোজিত দোস্তানা ২-এর শুটিং করতে দিল্লি যান অভিনেতা এবং কলা-কুশলীরা। কিন্তু সেখানে ধোঁয়ায় নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছিল অভিনেতা এবং কলা-কুশলীদের। এমনকি ক্যামেরার লেন্সও ঝাপসা হয়ে যাওয়ায় কোনও শটই ঠিক ভাবে নেওয়া যাচ্ছিল না। অগত্যা, দিল্লির বায়ু দূষণের মাত্রা না কমা পর্যন্ত সেখানে শ্যুটিং হবে না বলেই জানা গিয়েছে। দোস্তানা ২ পরিচালনা করছেন কলিন ডি’কানহা। ২০০৮ সালে মুক্তি পেয়েছিল প্রিয়াঙ্কা চোপড়া, জন আব্রাহাম এবং অভিষেক বচ্চন অভিনীত সাড়া জাগানো ছবি দোস্তানা। ১১ বছর পর করণ জোহর হাত দিলেন এই ছবির সিক্যুয়েল তৈরিতে। এই সিনেমার হাত ধরে প্রথমবার বড় পর্দায় আসতে চলেছে কার্তিক আরিয়ান এবং জাহ্নবী কাপুরের জুটি। সঙ্গে থাকবেন নবাগত লক্ষ্য। দোস্তানা ২-ই হতে চলেছে লক্ষ্য-এর প্রথম ছবি। চণ্ডীগড়ে হয়ে গিয়েছে ছবির প্রথম দফার শুটিং। সোশ্যাল মিডিয়ায় ক্ল্যাপবোর্ডের ছবিও শেয়ার করেছেন কার্তিক। চণ্ডীগড়ের শ্যুটিং শেষে দিল্লিতে কাজ শুরু করার কথা ছিল দোস্তানা ২-এর। কিন্তু আপাতত রাজধানীর বায়ু দূষণ চরমে পৌঁছানোয় শ্যুটিং বাতিলের সিদ্ধান্ত নিয়েছেন নির্মাতারা।

New Delhi: Area around Jawaharlal Nehru Stadium and Lodhi road at 382 on Air Quality Index