কার্ত্তিক গুহ, পশ্চিম মেদিনীপুরঃ ফের বাজ পড়ে মৃত্যু হল অপর একজনের। রাজ্যে বাজ পড়ে মৃত ২। ঘটনা পশ্চিম মেদিনীপুরের বেলদা থানার অন্তর্গত কাজিচক গ্রামে চাষের জমিতে কাজ করতে আচমকাই বাজ পড়ে। পরিবারের লোকজন এবং পাশের জমিতে চাষ করা অপর চাষিরা দেখতে পেয়ে বেলদা গ্রামীণ হাসপাতালে আনা হলে চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করে।মৃতের নাম স্বপন জানা(৪৬), বাড়ি বেলদা থানার অমর্ষিয়া গ্রামে।জানা গিয়েছে বিকেল চারটে নাগাদ চাষের কাজ করতে মাঠে গেলে সেখানেই বজ্রাঘাতে মৃত্যু হয় ওই ব্যক্তির। বেলদা থানার পুলিশ মৃতদেহ সংগ্রহ করে ময়না তদন্তের পাঠিয়েছে।বাড়িতে আর্থিক উপার্জনের একমাত্র অবলম্বন ছিল স্বপন বাবু। তার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
Related Articles
ঝগড়ার মধ্যেই স্ত্রীকে অ্যাসিড ছুড়ে মারলেন স্বামী
কোনও দুষ্কৃতী নয়, নিজের স্ত্রীকেই অ্য়াসিড ছুড়ে মারলেন স্বামী! চাঞ্চল্য়কর এই ঘটনা ঘটেছে পশ্চিম মেদিনীপুরের ডেবরায়। অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ। হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন আহত গৃহবধূ। ঘটনাটি ঘটেছে ডেবরার হামিরপুর এলাকায়। স্থানীয় সূত্রে খবর, ওই দম্পতির মধ্য়ে প্রায়শই অশান্তি হত। শুক্রবারও দু’ জনের মধ্য়ে বচসা শুরু হয়। তখনই আচমকা স্ত্রীকে অ্য়াসিড ছুড়ে মারেন অভিযুক্ত। আহত গৃহবধূকে […]
দিলিপ ঘোষ কামড়াচ্ছে তাই খবর হচ্ছে : অজিত মাইতি
পশ্চিম মেদিনীপুর: দাঁতনের পথসভা থেকে দিলিপ ঘোষকে আক্রমন করলেন পশ্চিম মেদিনীপুর জেলা সভাপতি অজিত মাইতি।বললেন -কুকুর মানুষকে কামড়ালে খবর হয়না,মানুষ কুকুরকে কামড়ালে খবর হয়।আর দিলিপ ঘোষ কামড়াচ্ছে তাই খবর হচ্ছে।কেশিয়াড়িতে দিলিপ ঘোষের কর্মীসভাতে দুটো ব্লক মিলিয়ে দুহাজার লোক হয়েছে।আর আজ দাঁতনে জনস্রোত বইছে।দাঁতনের পথসভা থেকে এমনই মন্তব্য করেন তৃণমূলের স্থানীয় নেতৃত্বরা।মানস ভুইয়ার সমর্থনে দাঁতনের বামনপুকুর […]
হাওড়া ব্রিজে চলন্ত মিনিবাসে আগুন
হাওড়া ব্রিজের উপর আগুনে ভস্মীভূত হয়ে গেল একটি চলন্ত মিনিবাস। বাসটি হাওড়া থেকে কলকাতার দিকে যাচ্ছিল বলে জানা গেছে। বৃহস্পতিবার বিকেল পাঁচটা নাগাদ এই ঘটনায় তীব্র উত্তেজনা সৃষ্টি হয় ব্যস্ত এই সেতুতে। ব্রিজের মাঝখানে হঠাত্ই বাসটির ইঞ্জিনের কাছ থেকে ধোঁয়া বের হতে থাকে। মুহূর্তে আগুন ধরে যায়। এই ঘটনায় আতঙ্কিত হয়ে পড়েন যাত্রীরা। হুড়মুড় করে […]