বিদেশ

চিনের বহুতলে ভয়াবহ অগ্নিকাণ্ড

চিনের এক বহুতলে ভয়াবহ অগ্নিকাণ্ড। মধ্য চিনের ছাংসায় এক বহুতলে ভয়বাহ অগ্নিকাণ্ডের পর গোটা এলাকা ধোঁয়ায় ঢেকে যায়। বহুতলের ১৮তলায় প্রথমে ধোঁয়া বের হতে দেখা যায়। তারপর আগুন উপরের তলায় ছড়িয়ে পড়ে। অন্তত ১২টি তলা থেকে আগুনের লেলিহান শিখা বের হতে দেখা যায়। ৪২ তলার ওই অফিস থেকেই বহুতলে আগুন ছড়িয়ে পড়ে ।সেই সময় বহুতটিতে কতজন মানুষ ছিলেন তা এখনও জানা যায়নি। বহুতলে আগুন নেভাতে যুদ্ধকালীন ততপরতায় নামতে দেখা যায় দমকল কর্মীদের। কিন্তু এত উপরের ভয়াবহ আগনুকে কিছুতেই বাগে আনা যাচ্ছিল না। সিসিটিভি ফুটেজ থেকে জানা গিয়েছে, রাষ্ট্রীয় মালিকানাধীন টেলিকমিউনিকেশন কোম্পানি চায়না টেলিকমের একটি অফিসে প্রথম আগুন লাগে।