Posted onAuthorবঙ্গনিউজComments Off on বিশ্বজুড়ে ব্যাহত চ্যাটজিপিটির পরিষেবা
বিশ্বজুড়ে ব্যাহত হল চ্যাটজিপিটির পরিষেবা। এদিন বিশ্বজুড়ে ব্যবহারকারীরা এই সমস্যার কথা জানিয়েছেন। এই ধরনের সমস্যার উপর নজরদারি চালায় সংস্থাটি। দেওয়া তথ্যানুযায়ী, প্রায় ১০ লক্ষ ব্যবহারকারী এই অভিযোগ জানিয়েছেন।