দেশ

গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত ৬০০, ২১ জনের শরীরে মিলল JN1, মৃত ১৬

দেশজুড়ে ফের থাবা বসাচ্ছে করোনা। করোনার নয়া উপপ্রজাতি JN.1-এর হঠাৎই বাড়তে শুরু করেছে দেশে। গত ২৪ ঘণ্টায় দেশে নতুন করে করোনা আক্রান্ত ৬০০-র বেশি। সবমিলিয়ে দেশে এই মুহূর্তে অ্যাকটিভ করোনা আক্রান্তের সংখ্যা ২,৬৬৯। গত ২ সপ্তাহে দেশে করোনায় ১৬ জনের মৃত্যু হয়েছে। ইতিমধ্যেই এই সাব ভ্যারিয়েন্টে আক্রান্ত ২১ জনের হদিশ মিলেছে। তিন রাজ্যে এই উপরূপে আক্রান্ত ব্যক্তিদের খোঁজ পাওয়া গিয়েছে। তালিকায় রয়েছে কেরল, মহারাষ্ট্র, গোয়া। তিন রাজ্যের মধ্যে গোয়ায় আক্রান্ত হয়েছেন ১৯ জন। করোনার হঠাৎ বাড়বাড়ন্তে রাজ্যগুলিকে সতর্ক থাকার বার্তা দিয়েছে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক। তবে এখনই আতঙ্কের কোনও কারণ নেই বলে জানিয়েছেন নীতি আয়োগ (স্বাস্থ্য) কর্তা ভিকে পল। ইতিমধ্যে রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের প্রতিনিধিদের সঙ্গে ভার্চুয়াল বৈঠক করেছেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী। বৈঠকের পর বিভিন্ন রাজ্যের মুখ্যসচিব ও স্বরাষ্ট্রসচিবের সঙ্গে আলোচনায় বসেন স্বাস্থ্যসচিব। সূত্রের খবর, বৈঠকে গুরুত্ব দিতে বলা হয়েছে RT-PCR টেস্টের ওপরে। করোনা পজিটিভ হলেই রোগীর নমুনা যাতে জিনোম সিকোয়েন্সিংয়ে পাঠানো হয় সেই ব্যাপারে হাসপাতালগুলিকে নির্দেশিকা পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে।