রান্নার গ্যাসের (এলপিজি) ভর্তুকি সঠিক ব্যক্তি পাচ্ছেন কি না, তা নিশ্চিত করতে বায়োমেট্রিক ছাপ গ্রহণ চালু করেছে কেন্দ্র। তবে এই ক্ষেত্রে বায়োমেট্রিকে ছাপ দেওয়া বাধ্যতামূলক নয়। তা সত্ত্বেও, জরুরি কাজ ফেলে বহু মানুষ দৌড়চ্ছেন গ্যাসের দোকানে বায়োমেট্রিক ছাপ দিতে। এই উৎকণ্ঠা তৈরি হওয়ার জন্য কেন্দ্রকেই কাঠগড়ায় তুলছে রাজ্যের শীর্ষমহল। নবান্নের মতে, এই নিয়ম যে বাধ্যতামূলক নয় তা আরও ভলো করে প্রচার করে তবেই ছাপ নেওয়ার কাজ শুরু করার নির্দেশ দেওয়া উচিত ছিল। রাজ্যের পদস্থ কর্তারা মনে করেন, যে বিষয়টি বাধ্যতামূলক নয়, তা নিয়ে এত তাড়াহুড়ো করা হচ্ছে কেন? এতে সাধারণ মানুষকে যে চরম দুর্ভোগের মধ্যে পড়তে হচ্ছে!