দেশ

উত্তরাখণ্ডে ভূমিকম্প, রিখটার স্কেলে কম্পনের মাত্রা ৩.৮

ফের একবার ভূমিকম্পে কেঁপে উঠল উত্তরাখণ্ড । রবিবার সকালেই ভূমিকম্প অনুভূত হয় উত্তরাখণ্ডের পিথোরাগড়ে। ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজির তরফে জানানো হয়েছে, সকাল ৯টা নাগাদ ভূমিকম্প অনুভূত হয়। রিখটার স্কেলে ভূমিকম্পের মাত্রা ছিল ৩.৮। যেখানে জোশীমঠে ভূমিধসের কারণে রাস্তাঘাট, বাড়িঘরে ফাটল ধরছে, সেখানেই উত্তরাখণ্ডের অপর প্রান্তে ভূমিকম্প অনুভূত হওয়ায় আতঙ্ক তৈরি হয়েছে। স্থানীয় বাসিন্দাদের ভয়, জোশীমঠের মতো অবস্থা তাদেরও হবে নাকি!ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজির তরফে জানানো হয়েছে, উত্তরাখণ্ডে এদিন সকালে ভূমিকম্প হয়। সকাল ৮টা ৫৮ মিনিটে ভূমিকম্পটি অনুভূত হয়। ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল পিথোরাগড় থেকে ২৩ কিলোমিটার দূরে। ভূপৃষ্ঠ থেকে ১০ কিলোমিটার গভীরে এই ভূমিকম্পটির কেন্দ্রস্থল ছিল।