দেশ

সিঙ্গাপুর এয়ারলাইন্সের ৪ হাজার ৩০০ জন কর্মী ছাটাই

করোনা জেরে অর্থনৈতিক মন্দা নেমে এসেছে। ক্ষতির মুখ থেকে বাঁচতে অনেক কোম্পানি বন্ধ হয়ে গিয়েছে। বাদ যায়নি বিমান সংস্থা গুলিও। ক্ষতির মুখ থেকে বাঁচতে এক ধাক্কায় ৪,৩০০ জন কর্মীকে ছাঁটাই করল সিঙ্গাপুর এয়ারলাইন্স। যা তাদের মোট কর্মী সংখ্যার প্রায় ২০ শতাংশ। এই প্রসঙ্গে সিঙ্গাপুর এয়ারলাইন্সের চিফ এক্সিকিউটিভ এক বিবৃতিতে জানান, বিশ্ব জুড়ে করোনা প্রভাবে আর্থিক মন্দা তৈরি হয়েছে, তার জেরেই এই কঠিন সিদ্ধান্ত। যে সব বন্ধুরা আর ক’দিন পর আমাদের ছেড়ে চলে যাবেন। তারা প্রত্যেকেই দক্ষ। কিন্তু এ‌ই কঠিন পরিস্হিতির জন্যই তাদের ছেড়ে যেতে হচ্ছে। সিঙ্গাপুরে ঘরোয়া রুটে এখনও বিমান পরিষেবা চালু হয়নি। সিঙ্গাপুর এয়ারলাইন্সের মোট উড়ান ক্ষমতার শুধুমাত্র ৮ শতাংশ আন্তর্জাতিক রুটে চলাচল করছে। স্বাভাবিকভাবেই বোঝা যাচ্ছে ব্যাপক ক্ষতির মধ্যে চলছে কোম্পানি।