ফের ভয়াবহ পথ দুর্ঘটনার সাক্ষী থাকল মধ্যপ্রদেশের ছত্তরপুর জেলা। মন্দির যাওয়ার পথে মৃত্যু হল পুন্যার্থীদের। মৃতদের মধ্যে রয়েছে শিশুও। মর্মান্তিক এই দুর্ঘটনার জেরে শোকস্তদ্ধ গোটা এলাকা। জানা গিয়েছে, পুন্যার্থীরা ছত্তরপুর রেল স্টেশন থেকে অটো করে বাগেশ্বর ধামের দিকে যাচ্ছিল। ভোর ৫টা নাগাদ এনএইচ ৩৯-এর কাদারি এলাকায় পিছন থেকে একটি লরি এসে ধাক্কা মারে অটোতে। ঘটনাস্থলেই শিশু ও বৃদ্ধ সহ ৫ জনের মৃত্যু হয়। গুরুতর জখম হন আরও ৬ জন। তাঁদের মধ্যে কয়েকজনের অবস্থা রীতিমতো আশঙ্কাজনক। ফলে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে অনুমান করছেন স্থানীয়রা। দুর্ঘটনার খবর পেয়েই ঘটনাস্থলে যায় পুলিস। আহতদের দ্রুত উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়। প্রাথমিক ভাবে মনে করা হচ্ছে, দ্রুত গতির জন্যই এই দুর্ঘটনা ঘটছে। পাশাপাশি ঘাতক লরিটির সম্পর্কেও বিস্তারিত খোঁজ শুরু করা হয়েছে। জানা গিয়েছে, লরিটি পঞ্জাবের গাড়ি।
