বিনোদন

‘খাদান’-এর প্রোমোশনে দেবকে দেখতে চরম বিশৃঙ্খলা, লাঠিচার্জ পুলিশের

দেবের ছবি ‘খাদান’-এর প্রোমোশনে চরম বিশৃঙ্খলা। নিজের ছবির প্রোমোশনে দেবের আসার কথা ছলি বারাসত মলে। দেবের আসার খবর প্রচার হতেই জন সমুদ্র স্টার মল চত্বর-সহ ১২ নম্বর জাতীয় সড়কে। অবস্থা শেষমেশ এমন পর্যায়ে পৌঁছায় যে পুলিশকে লাঠিচার্জ করতে হয়। সূত্রের খবর অনুযায়ী, বারাসাত স্টার মলে বাংলা ছবির ‘খাদান’-এর প্রমোশনে দেব আসার কথা। এই খবর প্রচার হতেই জন সমুদ্র স্টার মল চত্ত্বর-সহ ১২ নম্বর জাতীয় সড়কে। তবে নায়কের প্রবেশের আগেই বিশৃঙ্খলা শুরু হয়ে যায়। রবিবার বিকেল ৫টায় আসার কথা ছিল নায়কের। একঘন্টা পেরিয়ে যাওয়ার পরেই জনস্রোত নিয়ন্ত্রণে ব‍্যর্থ আয়োজকরা। কলকাতাগামী রাস্তা সম্পুর্ন বন্ধ করে এক পাস দিয়ে চলে যান চলাচল। বিশৃঙ্খলা এমন চরমে পৌছায় যে পরবর্তী বারাসত পুলিশ জেলার আধিকারিক এসে পৌছায়। প্রায় দু’ঘণ্টা পর দেব আসার পরে জনসমুদ্র চেহারা নেয় তখনই সাধারণ মানুষের উপরে লাঠিচার্জ করে পুলিশ। পুলিশ সূত্রে খবর, পুলিশকে না জানিয়েই আয়োজকরা স্টার বলে এই ব্যবস্থা করেছেন।