বিদেশ

চরম ভারত বিরোধী পরিবেশের মধ্যেই বাংলাদেশে পা রাখলেন ভারতের বিদেশ সচিব 

চরম ভারত বিরোধী পরিবেশের মধ্যেই ঢাকায় পৌঁছলেন ভারতের বিদেশ সচিব বিক্রম মিসরি! মহম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার ক্ষমতা দখল করার পর এই প্রথম বাংলাদেশের সঙ্গে ভারতের এই পর্যায়ের কোনও দ্বিপাক্ষিক বৈঠক হতে চলেছে৷ ইউনূস সরকার ক্ষমতায় আসার পর থেকেই বাংলাদেশে হিন্দু নিপীড়ণের অভিযোগ উঠছিল৷ সম্প্রতি হিন্দু সন্ন্যাসী চিন্ময়কৃষ্ণ দাসের গ্রেফতারির পর দেশে সংখ্যালঘু নির্যাতনের ঘটনা লাগামছাড়া ভাবে বৃদ্ধি পেয়েছে বলে অভিযোগ৷ বাংলাদেশ জুড়ে প্রবল ভারত বিরোধী প্রচারও শুরু হয়েছে৷ চিন্ময়কৃষ্ণ দাসের গ্রেফতারির পরই বাংলাদেশে সংখ্যালঘুদের নিরাপত্তার দাবি জানিয়ে বিবৃতি দিয়েছিল ভারত৷ এই পরিস্থিতিতে ভারতের বিদেশ সচিবের বাংলাদেশ সফর অত্যন্ত তাৎপর্যপূর্ণ৷ কারণ অশান্ত বাংলাদেশে ক্রমেই প্রভাব বাড়ছে চিন এবং পাকিস্তানের৷ এই পরিস্থিতিতে ঢাকা সঙ্গে সম্পর্ক সঠিক পথে ফিরিয়ে আনাই নয়াদিল্লির কাছে প্রধান চ্যালেঞ্জ৷