পরবর্তী শুনানির আগে মুখবন্ধ খামে হিংসার ঘটনার সমস্ত তথ্য জমা দিতে হবে রাজ্য সরকারকে ৷ মণিপুরের ঘটনায় এমনই নির্দেশ দিল সুপ্রিম কোর্ট ৷ মামলার পরবর্তী শুনানি হবে ২০ জানুয়ারির পর ৷ গত বছরের ৩ মে কুকী ও মেইতেই সম্প্রদায়ের মধ্যে সংঘর্ষের জেরে উত্তপ্ত হয়ে ওঠে দেশের উত্তর-পূর্ব রাজ্য মণিপুর ৷ রাজ্যের একাধিক এলাকায় জ্বালিয়ে দেওয়া দোকান, বাড়ি, ঘর ৷ তীর্ব সংঘর্ষের কারণে দীর্ঘ কয়েকমাস অচল হয়ে পড়ে সাধারণ জীবনযাত্রা ৷ জারি করা হয় ১৪৪ ধারা ও বন্ধ করে দেওয়া হয় ইন্টারনেট পরিষেবা ৷ ঘটনায় ১৬০ জনেরও বেশি প্রাণ হারান বলে জানা গিয়েছে ৷ অবশেষে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয় প্রশাসন ও সরকার ৷ সোমবার শীর্ষ আদালতের প্রধান বিচারপতি সঞ্জীব খান্না ও বিচারপতি সঞ্জয় কুমারের ডিভিশন বেঞ্চে সেই ঘটনার শুনানি হয় ৷ শুনানি চলাকালীন প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ মণিপুর সরকারকে নির্দেশ দেয়, ভাঙচুর ও আগুন লাগার প্রতিটি ঘটনার পুঙ্খানুপুঙ্খ তথ্য মুখবন্ধ খামে আদালতে জমা দিতে হবে ৷ সেই তথ্য় হাতে পাওয়ার পরই পরবর্তী শুনানি হবে ৷