সমবায় সমিতির নির্বাচনকে কেন্দ্র করে উত্তপ্ত পূর্ব মেদিনীপুরের নন্দীগ্রাম৷ ভোটের সময় বোমাবাজি ও পরে এক তৃণমূল কর্মীকে খুনের অভিযোগ উঠেছে৷ এই ঘটনার প্রতিবাদে সোমবার কাল থেকে নন্দীগ্রামে অনির্দিষ্টকাল ধর্মঘটের ডাক দিয়েছে তৃণমূল ৷ রাস্তায় টায়ার জ্বালিয়ে অবরোধ ও বিক্ষোভ দেখানো হয় ৷ তৃণমূলের অভিযোগ, সমবায় সমিতির নির্বাচনকে ঘিরে প্রথমে বোমাবাজি হয়৷ তার পর রাতে নন্দীগ্রামের কাঞ্চননগরের কালীচরণপুর গ্রামে বিষ্ণুপদ মণ্ডল নামে এক তৃণমূল কর্মীকে খুনের অভিযোগ ওঠে ৷ তাঁকে ভোজালি দিয়ে কুপিয়ে খুন করা হয় বলে অভিযোগ ৷ আহত অবস্থায় হাসপাতালে ভর্তি রয়েছেন তৃণমূলের এক বুথ সভাপতিও ৷ এই ঘটনায় বিজেপির বিরুদ্ধে বহিরাগতদের দিয়ে হামলার অভিযোগ করেছে শাসকদল ৷ অভিযোগ, রবিবার রাতভর ওই এলাকায় তাণ্ডব চালিয়েছে বিজেপি আশ্রিত দুষ্কৃতীরা ৷