বিনোদন

উজ্জয়িনীতে মহাকালেশ্বর মন্দির দর্শনে দিলজিৎ

৮ ডিসেম্বর মধ্যপ্রদেশের ইন্দরে মঞ্চ মাতিয়েছেন পাঞ্জাবি গায়ক দিলজিৎ দোসাঞ্জ। মধ্যপ্রদেশে কনসার্টের পর গায়ক গেলেন উজ্জয়িনী। মহাকালেশ্বর মন্দিরে মহাকালের দর্শন নিতে। মঙ্গলবার ভোরের আলো ফোটার আগেই দিলজিৎ এবং তাঁর টিম পৌঁছে গেলেন মহাকালেশ্বর মন্দিরে। ভোরের ভস্ম আরতি দেখলেন। মহাদেবের আশীর্বাদ নিলেন। মহাকাল দর্শনের টুকরো টুকরো মুহূর্ত অনুরাগীদের সঙ্গে ভাগ করে নিয়েছেন গায়ক। মহাকাল মন্দিরের পুরোহিতরা দিলজিৎকে একটি সাল উপহার দেন। ভোরের অন্ধকার পুরোপুরি কাটার আগেই নিরিবিলিতে মহাকাল দর্শন সেরে ফিরে যান তিনি।