এদিন সকাল ১১টা বেজে ১২ মিনিটে বাড়ি থেকে সিজিওর উদ্দেশে রওনা দেন অভিষেক। সকাল ১১টা বেজে ৩৫ মিনিটে সল্টলেকের সিজিও কমপ্লেক্সের ইডি দফতরে পৌঁছন অভিষেক। নিয়োগ কেলেঙ্কারিতে লিপস অ্যান্ড বাউন্ডস যোগ । সেই নিয়ে জিজ্ঞাসাবাদের জন্য আজ ইডি তলব করে অভিষেক বন্দ্যোপাধ্য়ায়কে। জিজ্ঞাসাবাদের জন্য ইডি তলবি সল্টলেকের সিজিও কমপ্লেক্সের পৌঁছন তিনি। ইডি সূত্রে খবর, সুজকৃষ্ণ ও তাপস মণ্ডলের বয়ানের ভিত্তিতে প্রশ্নমালা তৈরি করা হয়েছে অভিষেকের জন্য। লিপ্স অ্যান্ড বাউন্ডসের সঙ্গে তাঁর কী সম্পর্ক ছিল, সে বিষয়ও জানতে চাইবেন তদন্তকারীরা। এদিকে আজ আবার দিল্লিতেই বিজেপি বিরোধী ইন্ডিয়া জোটের সমন্বয় কমিটির প্রথম বৈঠক। অভিষেক সেই কমিটির অন্যতম সদস্য। বুধবার হাজিরা দেওয়ার তলবি নোটিস পাওয়ার পরই তৃণমূল রাজনৈতিক প্রতিহিংসা অভিযোগ তোলে। এই পরিস্থিতিতে ইন্ডিয়া জোটের বৈঠকে যোগ না দিয়ে অভিষেকের ইডি দফতরে হাজিরা দেওয়া, যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন রাজনৈতিক মহলের একাংশ।