দেশ

দিল্লিতে ঘেরাও কর্মসূচির দিনই ফের অভিষেককে তলব করল ইডি 

ফের একবার রাজনৈতিক কর্মসূচির মাঝেই তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক ব্যানার্জিকে তলব করল ইডি। দিল্লিতে যেদিন তৃণমূলের ধরনা কর্মসূচি, সেদিনই! তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদককে এবার ৩ অক্টোবর সিজিও কমপ্লেক্সে হাজিরার নির্দেশ দিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। কখন? সকাল সাড়ে দশটায়। ব্যবধান সপ্তাহ দুয়েকের। ইন্ডিয়া জোটের কো-অর্ডিনেশন কমিটির সদস্য অভিষেক। সেদিন কো-অর্ডিনেশন কমিটির প্রথম বৈঠক ছিল দিল্লিতে। তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদককে তলব করেছিল ইডি। দিল্লিতে না গিয়ে কলকাতায় সিজিও কমপ্লেক্সের হাজিরা দিয়েছিলেন তিনি। সাড়ে ৯ ঘণ্টারও বেশি সময় ধরে চলেছিল জেরা পর্ব। কবে? ১৩ সেপ্টেম্বর।একশোর দিনের বকেয়া আদায়ের লক্ষ্য ‘মিশন দিল্লি’। কয়েক হাজার নিয়ে রাজধানীতে যাওয়ার প্রস্তুতি নিচ্ছে তৃণমূল। ৩ অক্টোবর রামলালী ময়দান ধরনার কর্মসূচির অনুমতি দেয়নি দিল্লি পুলিস। সেদিন কেন্দ্রীয় পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন মন্ত্রীর গিরিরাজ সিংয়ের সঙ্গে দেখা করার সময় চেয়েছে এ রাজ্যের শাসকদলের শীর্ষ নেতৃত্ব।  প্রসঙ্গত, আগামী ২ এবং ৩ অক্টোবর বাংলার পাওনা চেয়ে দিল্লিতে ঘেরাও কর্মসূচির ঘোষণা করেছে তৃণমূল। সেই কর্মসূচিতে থাকবেন অভিষেকও। এদিকে, ইডি ৩ অক্টোবর সকাল সাড়ে ১০টার সময়ে সিজিও কমপ্লেক্সে হাজির হতে বলেছে অভিষেককে। এই প্রসঙ্গে অভিষেক এক্স হ্যান্ডলে জানিয়েছেন, ‘‌ঠিক যখন বাংলার পাওনা চেয়ে আমাদের দিল্লিতে যাওয়ার কথা, সেই সময়েই তলব করা হল আমাকে। বোঝাই যাচ্ছে কারা ভীত এবং সন্ত্রস্ত। কারা ভয়ে কাঁপছে!’ এর আগে বিরোধী জোট ‘ইন্ডিয়া’র কো অর্ডিনেশন কমিটির বৈঠকের দিন ডেকে পাঠানো হয়েছিল অভিষেককে। বৈঠকে না গিয়ে ইডির তলবে সাড়া দিয়েছিলেন অভিষেক। এবারও দিল্লিতে তৃণমূলের ঘেরাও কর্মসূচির সময়েই ডেকে পাঠানো হল তাঁকে। প্রসঙ্গত, এই নিয়ে চারবার ইডি ডেকে পাঠাল অভিষেককে। লিপ্‌স অ্যান্ড বাউন্ডসকাণ্ডে জিজ্ঞাসাবাদের জন্য এই তলব।