ফের গুজরাতের উপকূল থেকে বাজেয়াপ্ত ৮০০ কোটি টাকার মাদক। কচ্ছের উপকূল থেকে পাচারের সময় ৮০ কেজি কোকেন বাজেয়াপ্ত করল গান্ধীধাম থানার পুলিশ। আন্তর্জাতিক বাজারে যার মূল্য ৮০০ কোটি টাকা। কচ্ছ পূর্বের পুলিশ সুপার সাগর বাগমার বলেন, “খবর পাওয়ার পরেই অ্যাকশনে নেমে পড়ে পুলিশ। তারা ঘটনাস্থলে যেতেই অভিযু্ক্ত নিষিদ্ধ মাদক ফেলে দিয়ে এলাকা থেকে পালিয়ে যায়। একটি মামলা দায়ের করে পরবর্তী তদন্ত চলছে।”খবরটি পাওয়ার পরেই পুলিশের প্রশংসা করে গুজরাটের স্বরাষ্ট্রমন্ত্রী হর্ষ সাংভি বলেন, “আজকে গান্ধীধাম পুলিশ ৮০ কেজি কোকেন বাজেয়াপ্ত করেছে। আন্তর্জাতিক বাজারে যার বর্তমান মূল্য ৮০০ কোটি টাকা। এই সাফল্যের জন্য আমি ডিজিপি ও গান্ধীধাম পুলিশকে অভিনন্দন জানাই।