দেশ

ফের উত্তপ্ত মণিপুর, বিজেপির দপ্তরে আগুন জ্বালিয়ে বিক্ষোভ 

ফের বিক্ষোভে উত্তাল মণিপুর। মেইতেই গোষ্ঠীর ২ পড়ুয়াকে অপহরণ করে খুনের অভিযোগ কুকি গোষ্ঠীর দুষ্কৃতীদের বিরুদ্ধে। সম্প্রতি ২ পড়ুয়ার মৃতদেহের ছবি সমাজ মাধ্যমে ভাইরাল হতেই উত্তেজনা ছড়িয়েছে ইম্ফলে। এবার বিজেপির দপ্তরে ভাঙচুর করে, আগুন জ্বালিয়ে বিক্ষোভ দেখান ক্ষিপ্ত জনতা। বুধবার সন্ধেয় থৌবলের বিজেপি দপ্তরে ভাঙচুর চালায় বিক্ষোভকারীরা। ভাঙচুর চালানোর পরে দপ্তরে আগুন ধরানো হয়। বিজেপির দপ্তরে রাখা কয়েকটি গাড়িতেও আগুন ধরানো হয় বলে অভিযোগ। উল্লেখ্য, নতুন করে ফের পরিস্থিতি অশান্ত হতেই, মঙ্গলবার থেকে মণিপুরে ইন্টারনেট পরিষেবা বন্ধ করা হয়েছে। শুক্রবার পর্যন্ত বন্ধ থাকবে সমস্ত স্কুল। বুধবার থেকে ইম্ফলে কারফিউ জারি করা হয়েছে। পুলিশ ও বিক্ষোভকারীদের মধ্যে সংঘর্ষে ৪৫ জন আহত হয়েছেন।