জেলা

কালিম্পংয়ে নিয়ন্ত্রণ হারিয়ে গভীর খাদে পড়ল গাড়ি, মৃত ৪, আহত ৩

দুর্গোৎসবের আমেজ কাটতে না-কাটতেই পাহাড়ে ভয়াবহ পথ দুর্ঘটনা ! নিয়ন্ত্রণ হারিয়ে তিস্তার খাদে পড়ল যাত্রীবাহী গাড়ি ৷ ঘটনাস্থলে মৃত্যু হল চালক সহ ৪ জনের ৷ আহত আরও ৩ জন ৷ শুক্রবার রাতে দুর্ঘটনাটি ঘটেছে কালিম্পং জেলার মেল্লির কাছে কিরণের ১০ নম্বর জাতীয় সড়কে ৷ ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায় এলাকায় ৷পুলিশ সূত্রে জানা গিয়েছে, দুর্ঘটনায় মৃতদের মধ্যে ৩ জন মহিলা এবং সিকিমের ওই গাড়ির চালক রয়েছেন ৷ মৃত ৩ মহিলা কালিম্পংয়ের তিন মাইলের বোজোঝারির বাসিন্দা ৷ নাম সামিরা সুব্বা (২০), জানুকা দর্জি (৩৫), নিতা গুরুং (৫৮) ৷ মৃত গাড়ির চালক গ্যাংটকের বাসিন্দা ৷ নাম কমল সুব্বা (৪৪) । ঘটনায় আহতরা হলেন সুনিতা থাপা, সন্দ্রিয়া রাই ও সামিউল দর্জি ।প্রাথমিক তদন্তে পুলিশ জানতে পেরেছে, এদিন রাতে ১০ নম্বর জাতীয় সড়ক দিয়ে সিকিম থেকে কালিম্পংয়ে ফিরছিল যাত্রীবাহি সিকিমের গাড়িটি ৷ মেল্লিতে কিরনে এলাকার কাছে আচমকাই গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে প্রায় ৫০ মিটার গভীর খাদে পরে উলটে যায় ৷ ঘটনাটি নজরে আসতেই উদ্ধারকাজ শুরু করে দেন স্থানীয়রা ৷ খবর দেওয়া হয় পুলিশেও । খবর পাওয়া মাত্রই ঘটনাস্থলে পৌঁছন কালিম্পং থানার পুলিশকর্মীরা ৷ গাড়ির যাত্রীদের দ্রুত উদ্ধারের জন্য ঘটনাস্থলে পৌঁছয় বিপর্যয় মোকাবিলা দল ও দমকল বিভাগের কর্মীর । এরপর অনেক চেষ্টার পর খাদ থেকে যাত্রীদের উদ্ধার করেন তাঁরা । কিন্তু, ঘটনাস্থলেই মৃত্যু হয় ৪ জনের । এরপর ৩ আহতদের দ্রুত উদ্ধার করে সিকিমের হাসপাতালে নিয়ে যাওয়া হয় । শনিবার সকালে ঘটনাস্থল থেকে দুর্ঘটনাগ্রস্থ গাড়িটিকে খাদ থেকে উদ্ধার করা হয় ।