রাতভর বৃষ্টি। রবিবাসরীয় সকালেও আকাশের মুখভার। আজ সকাল থেকেই উত্তরবঙ্গের জেলাগুলিতে চরম দুর্যোগপূর্ণ আবহাওয়া থাকবে। সব জেলাতেই জারি রয়েছে লাল সতর্কতা। এদিন ভোর থেকেই উত্তরবঙ্গের জেলাগুলিতে ২০ সেন্টিমিটারের বেশি বৃষ্টিপাতের সম্ভাবনাও রয়েছে। আবহাওয়া দপ্তর সূত্রে জানা গেছে, রবিবার ভোর পৌনে পাঁচটার পর থেকে উত্তরবঙ্গের জেলাগুলিতে প্রবল বৃষ্টির পূর্বাভাস রয়েছে। আজ সকালে দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, মালদহ, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। এই আট জেলাতেই ৭ থেকে ২০ সেন্টিমিটার বৃষ্টিপাত হতে পারে। জারি রয়েছে লাল সতর্কতা। আবহাওয়া দপ্তর সূত্রে জানা গেছে, বর্তমানে নিম্নচাপ ওড়িশা থেকে সরে ঝাড়খণ্ড হয়ে বিহারের দিকে অভিমুখে। শক্তি হারিয়ে সুস্পষ্ট নিম্নচাপে পরিণত হয়েছে। যা শনিবারের মধ্যেই নিম্নচাপে পরিণত হবে। মৎস্যজীবীদের আজও সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে। আজ রবিবার ভারী থেকে অতি ভারী বৃষ্টির লাল সতর্কতা জারি রয়েছে শুধুমাত্র আলিপুরদুয়ারে। এই জেলায় ৭ থেকে ২০ সেন্টিমিটার এবং কয়েকটি এলাকায় ২০ সেন্টিমিটারের বেশি বৃষ্টিপাত হতে পারে। ভারী থেকে অতি ভারী বৃষ্টির কমলা সতর্কতা জারি রয়েছে দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, কোচবিহারে। এই জেলাগুলিতেও ৭ থেকে ২০ সেন্টিমিটার বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। ভারী বৃষ্টির হলুদ সর্তকতা জারি রয়েছে উত্তর দিনাজপুর ও দক্ষিণ দিনাজপুরে।


