জেলা

রাস্তায় গাড়ি আটকে চাঁদা জুলুম, ধুপগুড়িতে মাথা ফাটল অতিরিক্ত এসপির

রাস্তায় গাড়ি আটকে চাঁদা তোলা হচ্ছিল। খবর পয়েই ছুটে যান অতিরিক্ত পুলিশ সুপার। সেখানে যেতেই দুষ্কৃতীদের হামলার শিকার ওই পুলিশ আধকারিক। ভাঙচুর চালানো হয় পুলিসের গাড়িও। জলপাইগুড়ির ধুপগুড়ির আংরাভাষা এলাকার ঘটনা। আহত ওই অতিরিক্ত পুলিশ সুপারের নাম ওয়াংদেন ভুটিয়া। জানা গেছে, আংরাভাষা এলাকায় রাস্তা আটকে চাঁদা তোলা হচ্ছিল। খবর পেয়ে সেখানে চলে যান ওয়াংদেন ভুটিয়া। অভিযোগ, ওয়াংদেনের দেহরক্ষী ঘটনাস্থলে নামতেই তার উপরে চড়াও হয় জনতা। অতিরিক্ত পুলিশ সুপার দেহরক্ষীকে বাঁচাতে গেলে তাঁকেলক্ষ্য করে ঢিল ছোড়া হয়। একটি পাথর এসে লাগে ওয়াংদেন ভুটিয়ার মাথার পেছনে। মাথা ফেটে যায়। সঙ্গে সঙ্গেই তাঁকে নিয়ে যাওয়া হয় ধুপগুড়ি গ্রামীন হাসপাতালে। কারা ওই চাঁদাতুলছিল তা নিয়ে খোঁজখবর শুরু করেছে পুলিশ।