কলকাতা

কলকাতায় এলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, বিমানবন্দরে ঢাক-ঢোল বাজিয়ে স্বাগত জানান বিজেপির কর্মীরা

 শনিবার রাতে শহরে এলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ । ঢাক-ঢোল বাজিয়ে, ফুলের স্তবক দিয়ে তাঁকে বিমানবন্দরে স্বাগত জানান বিজেপির কর্মী-সমর্থকরা ৷ আজ তাঁর বেশকয়েকটি কর্মসূচি রয়েছে ৷ শনিবারই বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার জানিয়েছিলেন যে, অমিত শাহের রাজ্যে আসা নিয়ে নেতা, মন্ত্রী, কর্মী এবং সমর্থকদের মধ্যে উৎসাহ তুঙ্গে ৷ সেই ছবিই দেখা গেল গতকাল রাতে কলকাতা বিমানবন্দরের বাইরে ৷ বৃষ্টি উপেক্ষা করে রাতেরবেলা কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে স্বাগত জানানোর জন্য উপস্থিত ছিলেন বহু কর্মী সমর্থক ৷ বিমানবন্দরে অমিত শাহকে স্বাগত জানান সুকান্ত মজুমদার ও বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী । এছাড়াও ছিলেন অমিত মালব্য, লকেট চট্টোপাধ্যায়, অগ্নিমিত্রা পাল, সতীশ দণ্ড, নিশীথ প্রামাণিক, সুভাষ সরকার, মনোজ টিগ্গা, সৌমিত্র খাঁ, শান্তনু ঠাকুর-সহ আরও অনেকে । গতকাল শহরে নেমে ইএম বাইপাসের ধারে একটি বেসরকারি পাঁচতারা হোটেলে রাত্রিবাস করেন শাহ ৷ সেখানেই রাজ্য নেতৃত্বের সঙ্গে একটি ঘরোয়া বৈঠকও সেরে নেন তিনি । আজ বেলা সওয়া 11টা নাগাদ তিনি রাজারহাটে সিএফএসএল-এর নতুন ভবন উদ্বোধন করবেন । এরপর তিনি বেলা দুটোর সময় নেতাজি ইন্ডোর স্টেডিয়ামের সভায় যোগ দেবেন ৷ সেই সভায় তিনি কী বার্তা দেন, তার অপেক্ষায় রয়েছেন নেতা-কর্মীরা ৷