খেলা

আশঙ্কাই সত্যি হল, ইডেন থেকে সরল আইপিএল ফাইনাল

সিএবি প্রেসিডেন্ট স্নেহাশিস গঙ্গোপাধ্যায়ের চিঠি চালাচালি, সৌরভ গঙ্গোপাধ্যায়ের চেষ্টা এবং আলিপুর আবহাওয়া দফতরের দেওয়া তথ্য সব বিফলে ৷ এমনকি ক্রিকেটপ্রেমীদের বিক্ষোভও প্রভাব ফেলল না। সিএবি’র হাতছাড়া হল আইপিএল ফাইনাল ৷ ইডেনে থেকে ২০২৫ আইপিএল ফাইনাল গেল আমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে ৷ আবহাওয়ার রিপোর্টকে শিখণ্ডি করে ইডেন থেকে ফাইনাল সরিয়ে নেওয়া হল। জল্পনা মতোই গুজরাতের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে আয়োজিত হবে এবারের আইপিএলের মেগা ফাইনাল ৷ আজ মঙ্গলবার আইপিএল-এর তরফে প্লে-অফ এবং ফাইনালের ভেন্যু ঘোষণা করা হল। নতুন সূচি অনুসারে নিউ চণ্ডীগড়ের পিসিএ-এর নতুন স্টেডিয়ামে ২৯শে মে অর্থাৎ বৃহস্পতিবার অনুষ্ঠিত হবে প্রথম কোয়ালিফায়ার। যেখানে পয়েন্ট টেবিলের প্রথম দুই দল মুখোমুখি হবে ৷ আর ৩০শে মে অর্থাৎ শুক্রবার অনুষ্ঠিত হবে এলিমিনেটর ম্যাচ ৷ আমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়াম— কোয়ালিফায়ার ২ এবং ফাইনাল ম্যাচের আয়োজন করবে ৷ ১ জুন অর্থাৎ রবিবার কোয়ালিফায়ার- ২ অনুষ্ঠিত হবে। কোয়ালিফায়ার ১-এর পরাজিত দল এবং এলিমিনেটর ম্যাচের বিজয়ী দল মুখোমুখি হবে। আর ৩ জুন অর্থাৎ মঙ্গলবার নরেন্দ্র মোদি স্টেডিয়ামেই হবে অষ্টাদশ আইপিএলের ফাইনাল ৷ পূর্বনির্ধারিত সূচি অনুসারে হায়দরাবাদ এবং কলকাতায় এই শেষ চারটি ম্যাচ হওয়ার কথা ছিল। কিন্তু ভারত-পাকিস্তান যুদ্ধ পরিস্থিতির কারণে আইপিএল এক সপ্তাহের জন্য স্থগিত করা হয়েছিল। কিন্তু গত শনিবার থেকে ফের শুরু হয়েছে টুর্নামেন্ট । নতুন সূচিতে ধাক্কা খেল কলকাতা ও হায়দরাবাদ। আবহাওয়া ও অন্যান্য বিষয় বিবেচনা করে আইপিএল গভর্নিং কাউন্সিল নতুন জায়গায় ম্যাচ আয়োজনের ব্যাপারে সিদ্ধান্ত নিয়েছে ।