বিবিধ

ভারত বায়োটেকের ন্যাজাল কোভিড ভ্যাকসিনকে ছাড়পত্র দিল কেন্দ্রীয় সরকার

সেন্ট্রাল ড্রাগ স্ট্যান্ডার্ড কন্ট্রোল অর্গানাইজেশনের ছাড়পত্র পেল বিশ্বের প্রথম ন্যাজাল কোভিড ভ্যাকসিন ‘ইনকোভ্যাক’। সোমবার ভারত বায়োটেকের এই ভ্যাকসিনকে জরুরি ব্যবহারের জন্য শর্তসাপেক্ষে ছাড়পত্র দেওয়া হয়েছে। ১৮ বছরের ঊর্ধ্বে এই টিকা নেওয়া যাবে। দুটি ডোজে নিতে হবে এই টিকা। এটিকে বুস্টার ডোজ হিসেবেও ব্যবহার করা যাবে বলে জানিয়েছে ভারত বায়োটেক। ইতিমধ্যেই এই ন্যাজাল টিকার প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় পর্বের ট্রায়াল সফল হয়েছে।