কলকাতা

ন্যাশনাল স্কুল গেমসে সোনা-রুপো-ব্রোঞ্জ জয়ীদের শুভেচ্ছা জানালেন মুখ্যমন্ত্রী

জাতীয় বিদ্যালয় ক্রীড়া প্রতিযোগিতায় জয়ীদের শুভেচ্ছা জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ ৬ জুন মঙ্গলবার মধ্যপ্রদেশের ভোপালে ৬৬ তম ন্যাশনাল স্কুল গেমস শুরু হয়েছে ৷ চলবে ১৩ তারিখ পর্যন্ত ৷ করোনার সময়ে প্রতিযোগিতা বন্ধ ছিল ৷ ৩ বছর পর এই প্রতিযোগিতার আয়োজন করেছে স্কুল গেমস ফেডারেশন অফ ইন্ডিয়া ৷ দেশের ১৯ বছরের কম বয়সি পড়ুয়ারা এতে অংশ নিতে পারে ৷এই প্রতিযোগিতার প্রথম তিনদিনে বাংলার ছাত্রছাত্রীরা বিভিন্ন বিভাগে সোনা রুপো ও ব্রোঞ্জের মেডেল জিতেছে ৷ তাদের শুভেচ্ছা জানিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় লেখেন আমরা গর্বিত ৷ ২০২২-২৩ বর্ষের ৬৬তম ন্যাশনাল স্কুল গেমসে আমাদের পড়ুয়ারা অভূতপূর্ব ফলাফল করেছে ৷ প্রতিযোগিতার প্রথম তিন দিনেই পশ্চিমবঙ্গের তরুণ অংশগ্রহণকারীরা ৮টি সোনা ৬টি রুপো এবং ৬টি ব্রোঞ্জের মেডেল জিতেছে ৷ মুখ্যমন্ত্রী আরও জানান বাংলার পড়ুয়ারা অ্যাথলেটিক্স সাঁতার যোগা এবং জিমন্যাস্টিকসে এই মেডেল পেয়েছে ৷ পশ্চিমবঙ্গ থেকে অংশ নেওয়া পড়ুয়ার দল এখন অ্যাথলেটিক্সে যুগ্মভাবে প্রথম স্থানে রয়েছে ৷ এই তথ্য জানিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় লেখেন তাদের সবাইকে আমার আন্তরিক শুভেচ্ছা জানাই ৷ আমি আশা করি টিম বেঙ্গল শেষ পর্যন্ত এভাবেই জিততে থাকবে ৷ তারা ঘরে আরও গৌরব নিয়ে আসবে ৷ অল দ্য বেস্ট।