জেলা

কাটোয়ার পরিত্যক্ত বাড়িতে বোমা বিস্ফোরণ, মৃত ১, আহত ৩

পরিত্যক্ত বাড়িতে ভয়াবহ বোমা বিস্ফোরণ ৷ কেঁপে উঠল পূর্ব বর্ধমান জেলার কাটোয়ার রাজুয়া গ্রাম । শুক্রবার রাত সাড়ে আটটা নাগাদ বোমা বিস্ফোরণের জেরে একটা বাড়ি ভেঙে পড়ে । ঘটনায় একজনের মৃত্যু হয়েছে বলে খবর । আহত হয়েছেন আরও তিনজন । তাদের মধ্যে একজনকে কাটোয়া মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়েছে । বাকি দুই আহত ব্যক্তি পলাতক ।অভিযোগ, বাড়িতে বোমা বাঁধার কাজ চলার সময় বিস্ফোরণ ঘটে ৷ বিস্ফোরণটি এতটাই তীব্র ছিল যে, সেই বাড়ির টিনের ছাদ উড়ে যায় ।স্থানীয়রা জানিয়েছেন, বিস্ফোরণটি একটি পরিত্যক্ত বাড়িতে ঘটে ৷ যেখানে প্রায়শই সমাজবিরোধীরা আসত ৷ বোমা তৈরির জন্য বাড়িটিকে ব্যবহার করা হত ৷ খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ ৷ কে বা কারা সেই বোমা বাঁধার কাজ করছিল, কীভাবে বিস্ফোরণ ঘটল সেই ঘটনার তদন্ত শুরু করেছে কাটোয়া থানা ।পুলিশের অনুমান, ওই বাড়িতে বোমা বাঁধার কাজ চলছিল । সেই সময় বিস্ফোরণ ঘটে । বিষয়টি নিয়ে কাটোয়ার এসডিপিও কাশীনাথ মিস্ত্রি বলেন, “ঘটনার তদন্ত চলছে । কীভাবে ঘটনা ঘটল, এর পিছনে কারা জড়িত সব তদন্ত করে দেখছে পুলিশ । এলাকা ঘিরে রাখা হয়েছে ৷”স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গিয়েছে, পূর্ব বর্ধমান জেলার কাটোয়া-1 ব্লকের রাজুয়া গ্রামে লম্বু শেখ মারা যাওয়ার পর থেকে তাঁর বাড়িটা পরিত্যক্ত অবস্থায় পড়ে আছে । স্থানীয় তিনজন ছেলে সেখানে থাকতে শুরু করে । শুক্রবার রাতে গ্রামে বিস্ফোরণ হওয়ায় গ্রামবাসীরা ছুটে যায় সেই বাড়ির কাছে । তাঁরা দেখেন ওই বাড়ি থেকে বেশ কয়েকজন ছুটে পালিয়ে যাচ্ছে । যদিও অন্ধকার থাকায় তাদের স্পষ্ট করে আর দেখা যায়নি । এক বাসিন্দার কথায়, “পরপর দুটি বিকট বিস্ফোরণের শব্দে পুরো এলাকা কেঁপে ওঠে । বিস্ফোরণের তীব্রতা এতটাই জোরে ছিল যে আশেপাশের বাড়ির দরজা-জানালা কেঁপে ওঠে ।”স্থানীয়দের থেকে খবর পেয়ে কাটোয়া থানার পুলিশ ঘটনাস্থলে যায় । ওই বাড়ি থেকে একজনের পোড়া দেহ উদ্ধার করে । আহত তুফান চৌধুরীকে কাটোয়া মহকুমা হাসপাতালে ভর্তি করা হয় ৷ ঘটনার পর থেকেই বাকি দুই আহত ইব্রাহিম শেখ ও সফিক মণ্ডল পলাতক । এখনও মৃতের পরিচয় জানা যায়নি । তবে তুফান চৌধুরী এলাকায় তৃণমূল কংগ্রেসের কর্মী হিসেবে পরিচিত ।