কলকাতা

রাজ্যের মন্ত্রিসভায় ফের রদবদল, পর্যটন থেকে সরানো হল বাবুলকে, দায়িত্ব পেলেন ইন্দ্রনীল

সোমবার সাংবাদিক বৈঠকে মুখ্যমন্ত্রী বিদেশের অনুষ্ঠান নিয়ে বিস্তারিত বলেন৷ তিনি জানান, প্রথমে তিনি যাবেন মাদ্রিদ, সেখান থেকে বার্সেলোনাতেও যাবেন৷ সেখানকার অনুষ্ঠান সেরে তিনি আসবেন দুবাইয়ে৷ সেখানে একটি বাণিজ্য সম্মেলন আছে৷ সেটি সেরে তিনি দেশে ফিরবেন৷ তবে শেষে তিনি উল্লেখ করলেন, তাঁর অবর্তমানে যদি এমন কিছু কেউ ঘটায়, তার সম্পর্কে প্রস্তুত থাকতেই তিনি বৈঠক করেছেন৷ পাশাপাশি মুখ্যমন্ত্রী জানিয়েছেন, মন্ত্রিসভার রদবদলের সিদ্ধান্তে ইতিমধ্যে রাজ্যপাল স্বাক্ষর করে দিয়েছেন৷ জানা গেছে, পর্যটন দফতর থেকে সরানো হয়েছে বাবুল সুপ্রিয়কে। এর থেকে অপেক্ষাকৃত কম গুরুত্বপূর্ণ দফতর অচিরাচরিত শক্তি উৎস দফতরের দায়িত্ব দেওয়া হল বাবুলকে। এর পাশাপাশি তথ্য প্রযুক্তি দফতরের দায়িত্বও রয়েছে বাবুলের হাতে। অন্যদিকে, বাবুলের পর্যটন দফতর দেওয়া হয়েছে ইন্দ্রনীল সেনকে। পাশাপাশি, আরও বেশ কিছু রদবদল এদিন হয়েছে। অরূপ রায় সমবায় দফতর থেকে সরিয়ে তাঁকে খাদ্য প্রক্রিয়াকরণের দায়িত্ব দেওয়া হয়েছে।পঞ্চায়েত মন্ত্রী প্রদীপ মজুমদারকে সমবায় দফতরের অতিরিক্ত দায়িত্ব দেওয়া হয়েছে। জ্যোতিপ্রিয় মল্লিক বনদফতরের পাশাপাশি শিল্প পুনর্গঠন দফতরের দায়িত্ব পাচ্ছে। বিপ্লব মিত্র আপাতত ক্রেতা সুরক্ষা দফতর আপাতত সামলাবেন।