কলকাতা

নবান্ন অভিযানে বিজেপি কর্মীদের আটক ‘বেআইনি’, রাজ্যের কাছে রিপোর্ট তলব হাইকোর্টের

 বিজেপির নবান্ন অভিযানে বিশৃঙ্খল পরিস্থিতির জন্য দলীয় কর্মীদের গ্রেপ্তারি বেআইনি। এই অভিযোগ তুলে কলকাতা হাই কোর্টের দ্বারস্থ হয়েছে বিজেপি। শুক্রবার সেই মামলার শুনানিতে এদিন উচ্চ আদালত রাজ্যের কাছে রিপোর্ট তলব করল। আগামী সোমবারের মধ্যে স্বরাষ্ট্রসচিবকে রিপোর্ট পেশ করতে হবে হাই কোর্টে। এদিন উচ্চ আদালতে এই সংক্রান্ত মামলার শুনানিতে রাজ্যের তরফে অ্যাডভোকেট জেনারেল সৌমেন্দ্রনাথ মুখোপাধ্যায়ের দাবি করেন, নবান্ন অভিযানে বিশৃঙ্খলার জন্য যাদের ধরা হয়েছিল, তাদের ইতিমধ্যেই ছেড়ে দেওয়া হয়েছে। যাদের বিরুদ্ধে অপরাধমূলক অভিযোগ আছে, তাদেরই গ্রেপ্তার করা হয়েছে। বড়বাজারের ঘটনায় সিসিটিভি ফুটেজ দেখে গ্রেপ্তার করেছিল পুলিশ। এমনকী ওই ঘটনায় বিজেপি কর্মীদের মারধরে কলকাতা পুলিশের এসিপি দেবজিৎ চট্টোপাধ্যায়ের হাত ভেঙে হাসপাতালে ভরতি হতে হয়। ১৩ সেপ্টেম্বর বিজেপির নবান্ন অভিযান ঘিরে তপ্ত হয়ে উঠেছিল শহর কলকাতা। তুমুল বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি হয়। যথেষ্ট পুলিশি প্রহরা থাকা সত্ত্বেও বিক্ষিপ্ত হিংসাত্মক ঘটনা এড়ানো যায়নি।