রাজ্যপালের বিরুদ্ধে মামলা কলকাতা হাই কোর্টে। রাজ্য সরকারের তরফে বিধানসভায় বিল পাস করা হয়েছিল যে সরকারি বিশ্ববিদ্যালয় গুলির উপাচার্য মুখ্যমন্ত্রী। অভিযোগ, সেই বিলটি আটকে রেখেছে রাজভবন। ফলে তৈরি হচ্ছে সাংবিধানিক সঙ্কট। এক আইনজীবীর করা মামলায় মঙ্গলবার রাজ্যপাল সিভি আনন্দ বোসের হলফনামা তলব করেছেন বিচারপতি ইন্দ্রপ্রসন্ন মুখোপাধ্যায়।রাজ্যের সরকারি বিশ্ববিদ্যালয় গুলিতে মুখ্যমন্ত্রীকে উপাচার্য করা নিয়ে বিধানসভায় বিল পাশ করে রাজ্য সরকার। বিলটিকে আইনে পরিণত করতে গেলে রাজ্যপালের সই প্রয়োজন। কিন্তু ১৬মাস ধরে রাজভবনে বিলটি পড়ে রয়েছে। রাজ্যপাল সেই নিয়ে কোনো পদক্ষেপ নিচ্ছেন না বলে অভিযোগ। এই মর্মেই মামলা করা হয়েছে আদালতে। পরবর্তী শুনানি ১৬ অক্টোবর।