কলকাতা

রাজ্যের ডেঙ্গি পরিস্থিতি নিয়ে নবান্নে ভার্চুয়ালি জরুরি বৈঠকে স্বরাষ্ট্র সচিব

ডেঙ্গি পরিস্থিতি নিয়ে রবিবার সকালে জরুরি বৈঠক হল নবান্নে। রবিবার সকাল ১১ টা থেকে প্রায় দেড় ঘণ্টার বৈঠক ভার্চুয়ালি করলেন স্বরাষ্ট্র সচিব ডেঙ্গি পরিস্থিতি নিয়ে। স্বরাষ্ট্র সচিবের নেতৃত্বে জরুরি বৈঠকে বসেন বিভিন্ন জেলার জেলাশাসক, মিউনিসিপল কমিশনার, বিভিন্ন জেলার মেডিক্যাল কলেজ-সহ স্বাস্থ্য দফতরের আধিকারিকদের নিয়ে। “কেন্দ্রের বিভিন্ন প্রকল্পে অযথা জল জমে থাকছে। সেগুলির জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নিতে কেন্দ্রকে আপনারাই চিঠি লিখুন।” জেলাশাসকদের নির্দেশ স্বরাষ্ট্র সচিবের। তাঁর পরামর্শ, উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা, মালদহ, মুর্শিদাবাদের একাধিক অঞ্চলে ডেঙ্গি সংক্রমণ বাড়ছে। এই জেলাগুলোর স্পর্শকাতর অঞ্চলগুলিতে ডেঙ্গি সংক্রমণ কমানোর জন্য সতর্ক হতে হবে। হাসপাতালগুলিতে রক্তের যাতে সংকট না হয় সেটা নজর রাখা জরুরি। কোনও রকম রেফার চলবে না জানান তিনি। মেডিক্যাল কলেজের প্রিন্সিপালদের, সুপারদের নির্দেশ দিয়েছেন স্বরাষ্ট্র সচিব। বিভিন্ন নালা, নর্দমায় জমা জল বের করার জন্য বিভিন্ন পুরসভার কমিশনারদের প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।