কলকাতা মেট্রোর অরেঞ্জ লাইনে চিংড়িঘাটা থেকে সল্টলেক স্টেশন পর্যন্ত ট্রলি পরীক্ষা করা হল ৷ জেনারেল ম্যানেজার পি উদয় রেড্ডির উপস্থিতিতে এই ট্রলি ট্রায়াল হয় ৷ পাশাপাশি, চিংড়িঘাটা মেট্রো স্টেশনের কাজও পরিদর্শন করেন আধিকারিকরা ৷ আগামী বছরের এপ্রিল মাসের মধ্যে অরেঞ্জ লাইনের কাজ শেষ করতে চাইছে কর্তৃপক্ষ ৷ নিউ গড়িয়া থেকে এয়ারপোর্টের মধ্যে এই রুটের একাংশে মেট্রো পরিষেবা আগেই শুরু হয়ে গিয়েছে ৷ বাইপাসের উপর নিউ গড়িয়া বা কবি সুভাষ স্টেশন থেকে রুবি মোড় পর্যন্ত মেট্রো চলছে অরেঞ্জ লাইনে ৷ বাকি রুবির পর থেকে বেলেঘাটা পর্যন্ত অংশে কাজ প্রায় শেষের পথে রয়েছে বলে কেএমআরসিএল সূত্রে খবর ৷ মেট্রো কর্তৃপক্ষ জানিয়েছে, রুবির পর থেকে বাইপাসের ক্যাপ্টেন ভেরি পর্যন্ত ভায়া ডাক্ট বসানোর কাজ শেষ হয়ে গিয়েছে ৷ এর পরবর্তী অংশে বেলেঘাটা থেকে গৌরকিশোর ঘোষ বা চিংড়িঘাটা পর্যন্ত ভায়া ডাক্ট বসানোর কাজ শেষ হয়নি ৷ এই পর্যায়ের কাজ খুব তাড়াতাড়ি শেষ হয়ে যাবে বলে আশা করছে মেট্রো কর্তৃপক্ষ ৷ তবে, বাকি অংশের কাজ শেষ হয়ে গেলে নিউ গড়িয়া থেকে এয়ারপোর্ট পর্যন্ত এক মেট্রোয় পৌঁছে যাওয়া যাবে ৷ কলকাতা মেট্রো রেল কর্তৃপক্ষ আগামী বছরের এপ্রিল মাসের মধ্যে সব কাজ শেষ করতে চাইছে ৷ তারপর ভারতীয় রেলে চিফ সিকিউরিটি বিভাগের ছাড়পত্রের বিষয়টিও রয়েছে ৷