কলকাতা

রাইটার্সের বিল্ডিংয়ের গেটের সামনে হঠাৎই চলল গুলি, মৃত এক পুলিশ কর্মী

কলকাতাঃ আজ দুপুরে রাইটার্স বিল্ডিংয়ে হঠাৎই চলল গুলি। তাতে মৃত্যু হল একজন পুলিশ কর্মীর। ওই পুলিশ কর্মী আত্মহত্যা করেছেন নাকি ভুল করে আচমকাই তাঁর বন্দুক থেকে গুলি বেরিয়েছে তা এখনও স্পষ্ট নয়। মহাকরণের ৬ নম্বর গেটের ঘটনা । মৃতের নাম বিশ্বজিৎ কারক । তিনি পঞ্চম ব্যাটেলিয়নের কনস্টেবল ছিলেন । বিকেল ৩টে ৩৫ মিনিট নাগাদ গুলির শব্দে ছুটে আসেন পুলিশকর্মীরা । দেখা যায় রক্তাক্ত অবস্থায় পড়ে বিশ্বজিৎ । গলা দিয়ে গুলি ঢুকে মাথা দিয়ে বের হয়ে গেছে । গুরুতর জখম অবস্থায় তড়িঘড়ি তাঁকে এনএনকেএম হাসপাতালে নিয়ে যাওয়া হয় । কিছুক্ষণ পরই মৃত্যু হয় তাঁর । ডিসি সেন্ট্রাল জানিয়েছেন, বিশ্বজিতের বাড়ি পশ্চিম মেদিনীপুরে। কলকাতায় লেকটাউনে থাকতেন। ৬ নম্বর গেটের কাছে নিরাপত্তার দায়িত্ব ছিলেন তিনি। অসাবধানতায় গুলি লেগেছে না কি এটি আত্মহত্যার ঘটনা, তা এখনও স্পষ্ট নয়। ঘটনার তদন্তে নেমেছে পুলিশ। পুলিশকর্মী অবসাদে ভুগছিলেন কি না তা জানার চেষ্টা করা হচ্ছে।