জেলা

নন্দীগ্রামে গুলিবিদ্ধ যুবকের দেহ উদ্ধার

নন্দীগ্রামে গুলিবিদ্ধ এক যুবকের দেহ উদ্ধার হল। বুধবার সকালে গুলিবিদ্ধ যুবকের মৃতদেহ উদ্ধার হয় নন্দীগ্রাম ১ নম্বর ব্লকের ৪ নম্বর অঞ্চলের ডি জামতলা এলাকায়। তবে কী কারণে এই খুন? তা খতিয়ে দেখতে তদন্ত শুরু করেছে পুলিশ। জানা গিয়েছে নিহত যুবকের নাম দিব্যেন্দু মণ্ডল । ‌৪২ বছর বয়স তাঁর। স্থানীয়রা জানান, মঙ্গলবার রাতে নন্দীগ্রামের ডি জামতলা এলাকায় শ্যুট আউটের ঘটনা ঘটে। রাতে গুলির শব্দে এলাকায় আতঙ্ক তৈরি হয়েছিল। তবে সেই গুলি কাকে লক্ষ্য করে, বা গুলিতে কেউ নিহত হয়েছেন কি না তা রাতে জানা যায়নি। তবে রাত পেরোতেই বুধবার সকালে দেখা যায় ওই এলাকায় বাড়ির পাশে পড়ে রয়েছে দিব্যেন্দু মণ্ডলের দেহ। মৃত যুবকের পরিবারের তরফে জানানো হয়েছে, মঙ্গলবার সন্ধ্যায় দিব্যেন্দু কাজে বেরিয়েছিলেন। রাতে ফিরে না আসায় খোঁজ খবর শুরু করা হয়। হঠাৎ স্থানীয় বাসিন্দারা মাঝরাতে গুলির শব্দ শুনতে পান। বুধবার দেহ উদ্ধারের পর স্থানীয়রা তাঁকে উদ্ধার করে নন্দীগ্রাম সুপার স্পেশ্যালিটি হাসপাতালে নিয়ে যান। কিন্তু সেখানে নিয়ে গেলে চিকিৎসক জানিয়ে দেন দিব্যেন্দুর মৃত্যু হয়েছে। মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পুলিশ তমলুক জেলা হাসপাতালে পাঠিয়েছে। স্থানীয় মানুষজন জানিয়েছেন, নিহত যুবকের বিরুদ্ধে একাধিক অভিযোগ ছিল। তাঁর বিরুদ্ধে চাকরি দেওয়ার নাম করে বিভিন্ন চাকরিপ্রার্থীদের কাছ থেকে টাকা নেওয়ার অভিযোগ রয়েছে। ইতিমধ্যে ঘটনার তদন্ত শুরু করেছে নন্দীগ্রাম থানার পুলিশ।